Saturday, November 22, 2008

কত কি যে শিখবো বাহিরে আইশা.........


যখন দেশে ছিলাম তখন যদি বুয়া একবেলা না আসতো, সারাটা দিন ই হয়তো না খেয়ে থাকতাম। আর এখন প্রবাসে এসে দেখি বুয়া নামের কোনো কন্সেপ্ট ই নাই। মানে নিজেকেই রান্না করে খেতে হবে। প্রথম দিকে যখন ফ্রাই প্যান টা ধরে যে একটা ডিম ভাজব সেই সাহস ও পেতাম না। পরে যখন শুরু করে দিলাম বাচার তাকিদে, হা বেমালুম ভাল রান্না করে ফেলতেছি, মাঝে মাঝে বিশ্বাস ই হয়না যে এইটা আমার রান্না, আসলে কথায় আছেনা "Survival of the fittest"। আমার মাতো বিশ্বাস করতে চাননা যে আমি রান্না করতে পারি।ছবি তে দেখা যায় আমার রান্নার পুর্ব প্রস্তুতি।
এইটা গেল এক অধ্যায়, এই খানে চুল নামক জিনিসটা কাটাতে এইখান কার ৮/১০ ইউরো লাগে, শুনে ত মাথায় হাত মানে BD এর টাকায় ১০০০ হাজার টাকা।তাই বাঙ্গালীরা চুল কাটার মেশিন ই কিনে ফেলেছে। চুল কাটার মেশিনের দাম ৩৬ ইউরো। কিন্তু চুল কাটা তো আনলিমিটেড। কয়েক জন আবার খুব কুশলীও হয়ে গেছে। আমি মেশিন ধরার কায়দা কানুন ভাল মতোই শিখে ফেলেছি...শুধু একজন খরগোশের পেলেই শুরু করে দিব আমার অনুশীলন, কারন নতুন কারিগর তো অনেকে রাজী হতে চায়না...


Saturday, November 1, 2008

Cricket ..cricket.....

Near our hall there is a ground, named Villazano ground. We are more than 10 students went to that field in fear that would they allow us to paly cricket or not. Cause many little boys used to play over there in the afternoon. Ignoring these hesitation, we forwaded to go there palying cricket. Near there, there is one housing of Opera (Opera is a local govt's university related fund raiser, our all about living expenses are provided by this organization). Among one of the buildings, Suza bahi stays in one. So, with Suza bhai, our BD cricket squad went to that field. Some children were playing football there. As soon as we reached there, they asked "Come chi dice questo giocare?" (How to say the name of this game?). We answered and from then, they kept their football aside and started to roam surrounding us. Why they are doing like this? They answered "Voglio giocare.."(want to play..).
Just between some gapes, we gave them to throw the ball towards the stamp. Really they were too much happy. Among them, there was a too little boy named Samuel..he was too much xcited. Sometimes our ball was going out side the field, he was happy to hear from us that please bring the ball. Today I had a nice line of bowling, within one over-I took twice wickets. But this was less xcitment for me than Italian's are throwing their football when we gave them one plastic bat and one spare cricket ball. Really the feelings was awsome, Football Champions were enjoying cricket...

Funniest Serial I have ever seen....

Polin Bhai, one on going phd student, one day told us about one comedy serial. First time I did not pay heed on him but now I am very much happy that al least I did not miss some pure joy and laugh for the sake of the serial -"Mind your language".

The story based on some foreign students who are coming to one English Language Training Institute taught by Mr. Jeremy Brown, portrayed by Barry Evans in London. One Studnet from pakistan is very much frequent with words like "Squeze me", "oh blimey!", and also "jolly good". Some other charecters - typical Italian, French hot girl, Indian Shikh bla bla....everyone is a piece of real Mr. Bean.

Actually it is also available on the You tube . Just after listening from polin Bhai, I finished all the episodes within one night from youtube. This is why, I am named master of Youtube. But whenever I saw detail about the charecters from wikipedia, I am really very much shocked that Barry Evans is no more in the world. May be good event lasts shorter. Thus a comedy serail ends in a consequences of melancholy.

Tuesday, July 1, 2008

প্রথম ব্লগ লিখা

দিন টা খুবই বরিং গেল , এত পেইন এ গেল, Cuijin আমার চাইনিজ বস, সে একটা বদের হাড়, যেই শুনেছে আমি চলে যাব তখন শুধু পায়তারা খুজতো কিভাবে আমাদের ভুল ধরা যায়।ব্যাস তাহলেই এই মাসের বেতন টা কোন মতে HR এর মারফত কেটে এবং সারটি্ফিকেট না দিয়ে বিদায় করা যাবে।তার পরেও লুকায় গেলাম ইটালিয়ান দুতাবাসে। ভিসা এপোয়েনমেন্ট নিলাম। সেখানে বুঝতে পারলাম ইটালিয়ানরা চরম ইনডিসিপ্লিনড কারন তাদের লাগেনা কোন পুলিস ক্লিয়ারেন্স, লাগেনা বারথ সারটি্ফিকেট আর আজ করবো কাল করবো বলে কতদিন যে ভিসা প্রসেস করতে লাগলো তার নাই কোনো ইওত্তা।তার পর অফিসে এসে বসে বিরক্তির মধ্যে সময় কাটাচ্ছি তখন নেট এ নজর পড়ল ইমনের ব্লগের দিকে, ইমন প্রায় সবসময় ই আমার আইডল, তাই দেরি করলাম না, আমি ও একটা খুলে ফেল্লাম্‌......